অমৃতসরের মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা, ঘটনাস্থলে ফরেনসিক

পঞ্জাব প্রশাসন সূত্রে খবর, পাকিস্তান মাঝে মধ্যেই ড্রোন ঢুকিয়ে দেয় ভারতের আকাশে। বিস্ফোরকও উদ্ধার করে পুলিশ।

Must read

অমৃতসরের (Amritsar) খাণ্ডওয়ালায় একটি মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইকে করে দুই যুবক মন্দিরের সামনে এসে বোমা ছুড়ছে। ভারতের তরফে দাবি, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে।

আরও পড়ুন-আরারিয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বিহার পুলিশের আরও এক এএসআই খুন

১৪ মার্চ মধ্যরাতে ঠাকুরদ্বারা মন্দিরে গ্রেনেড হামলা হয়েছে। এদিনের এই ঘটনায় কারও মৃত্যু না হলেও স্বাভাবিকাভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ভিডিও অনুযায়ী দুই বাইক আরোহী মন্দিরের সামনে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গ্রেনেড ছুড়ে চলে যায়। কয়েক সেকেন্ড পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। দুই যুবকের কাছে একটি পতাকাও ছিল বলে দেখা গিয়েছে। অমৃতসরের পুলিশ সূত্রে খবর, প্রতিবারেই এমন ধরনের ঘটনায় পাকিস্তানের যোগসূত্র পাওয়া যায়। এবারেও তার অন্যথা হয় নি। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সিসি ফুটেজের ভিত্তিতেই দুই যুবকের তল্লাশি শুরু হয়েছে। কোথা থেকে ওই গ্রেনেড এল, দুষ্কৃতীদের কাছে আদতে কটা বোমা রয়েছে সবকিছুই তদন্তসাপেক্ষ। এই ঘটনায় দেশের কেউ জড়িত কিনা, সেই বিষয়ে জানতে তৎপর পুলিশ।

আরও পড়ুন-মোদিরাজ্যে খুনির স্বৈরাচার, নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৬

পঞ্জাব প্রশাসন সূত্রে খবর, পাকিস্তান মাঝে মধ্যেই ড্রোন ঢুকিয়ে দেয় ভারতের আকাশে। বিস্ফোরকও উদ্ধার করে পুলিশ। তাই এক্ষেত্রেও যে পাকিস্তানের হাত থাকতে পারে, সেই বিষয়ে সন্দেহ নেই। নানাভাবে পঞ্জাবের শান্তি নষ্টের চেষ্টা করা হয়। কোনও বোমা, কখনও ড্রাগস দিয়ে রাজ্যকে কলুষিত করার চেষ্টা চলছেই।

Latest article