ভয়ঙ্কর! হাওড়ায় গোটা শরীরে আগুন নিয়ে ছুটছেন যুবক

আচমকা এমন এক দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। দ্রুত ছুটে এসে তাঁরাই জল ঢেলে ওই যুবকের গায়ের আগুন নেভান।

Must read

ভয়াবহ দৃশ্য ডুমুরজলা (Dumurjola) হেলিপ্যাড সংলগ্ন রিং রোডে। সোমবার দুপুর তিনটে নাগাদ গায়ে আগুন লাগা অবস্থায় রাস্তায় এক যুবককে দৌড়োতে দেখা গেল। আচমকা এমন এক দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। দ্রুত ছুটে এসে তাঁরাই জল ঢেলে ওই যুবকের গায়ের আগুন নেভান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জানা গিয়েছে ওই যুবকের দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

আরও পড়ুন-প্লট বণ্টন দুর্নীতিতে হাসিনার ৫, টিউলিপের ২, রেহানার ৭ বছর কারাদণ্ড

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম মফিজুল মিদ্যে। বয়স ২৪। তিনি হুগলির ডানকুনির বাসিন্দা। তবে এদিন হাওড়ায় তিনি কী করছিলেন, সেটা এখনও জানা যায়নি। কী ভাবে তাঁর গায়ে আগুন লাগল নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটাও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী অফিসারেরা জানান ওই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন-প্রার্থী হওয়া নিয়ে দলের নির্দেশ স্পষ্ট জানালেন অভিষেক

হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মফিজুলের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। কিন্তু দিনে দুপুরে এরকম ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত শনাক্ত করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Latest article