আনন্দ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন সাধারণ মানুষ। চেন্নাইয়ের (Chennai) একটি বিনোদন পার্কে কমপক্ষে ৩০ জন যাত্রী নিয়ে একটি জয়রাইড মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় ওঠে। এক ভয়জড়িত আনন্দই এই জয়রাইডের মূল আকর্ষণ। কিন্তু এবার ঘটে গেল ভয়াবহ কাণ্ড। মাটি থেকে ৫০ ফুট উঁচুতে উঠতেই হল বিকট শব্দ। তারপর মাঝ আকাশে আটকে রইল রাইডটি। স্বাভাবিকভাবেই ভয়ে চিৎকার করতে শুরু করে মানুষ। সেখানে অনেক শিশুও ছিল। কোনমতেই আর রাইডটিকে নিচে নামানো যাচ্ছিল না। কী ঘটেছে কিছুই বুঝতে না পেরে আতঙ্ক ক্রমশ বাড়ছিল যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন-জেলায় একসঙ্গে ২৬ চিকিৎসক নিয়োগ
চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ধারে একটি থিম পার্কে “টপ গান” নামক রাইডে উঠেছিলেন তিরিশ জন যাত্রী। রাইডটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনোর পরেই আরেকটি সার্কল ঘোরার পরিবর্তে আটকে যায়। ইঞ্জিন থেকে হয় বিকট শব্দ। কোনও ভাবেই নামানো যাচ্ছিল না রাইডটিকে। ভয় পেয়ে যায় পার্ক কর্তৃপক্ষও। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থনে আসে। দমকলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা বিভাগের প্রায় ৩৫ জন কর্মী উদ্ধারকাজে আসেন। অবশেষে ৩ ঘন্টা পর নামিয়ে আনা হয় আটকে পড়া মানুষদের। তাঁদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু ছিলেন। তিন ঘন্টারও বেশি সময় তাঁদের ঝুলে থাকতে হয়েছিল। মই ব্যবহার করে উদ্ধার করার চেষ্টা ব্যর্থ হলে আনা হয় স্কাই লিফট।
জানা গিয়েছে, ঝুলন্ত অবস্থায় অনেকেই পুলিশের সাহায্যের জন্য ফোনে যোগাযোগ করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। এই অ্যামিউজমেন্ট পার্কের অন্যতম আকর্ষণ হল এই জয়রাইড। মোটা টাকা দিয়ে টিকিট কেটে যাত্রীরা এটিতে ওঠেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তবে কী রক্ষনাবেক্ষন একেবারেই হয় না? ব্যবসায়িক ক্ষেত্রে লাভ হলেও যাত্রী সুরক্ষা নিয়ে কর্তৃপক্ষ কী একেবারেই চিন্তিত নয়?
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…