মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে রাস্তায় লড়াই এর মাঝেই হঠাৎ ই রিকশায় ঝাঁপ দিল ঘোড়া আর তার ফলেই গুরুতর জখম দুই। দিনেদুপুরে হঠাৎ এমন ঘটনায় রীতিমত হতবাক সকলে। জানা গিয়েছে, নাগরথ চক এলাকায় বেশ কয়েকদিন ধরেই ওই দুটি ঘোড়া ঝামেলা করছে। যার ফলে মাঝেমধ্যেই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ছে। ব্যস্ত সময়ে এই উপদ্রব অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে স্থানীয়রা আঙুল তুলছেন প্রশাসনের দিকে কারণ তারা জানান প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এদিনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন-রাশিয়ান বিমান দুর্ঘটনা: চীন সীমান্তের কাছে ভেঙে পড়ল আন্তোনভ-২৪ বিমান
বুধবার হঠাৎ করে দুটো ঘোড়া লড়াই শুরু করে রাস্তায়। লোকজন তাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। একসময় তারা কাছের একটি শোরুমে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়। এরপর আবার রাস্তায় বেরিয়ে লড়াই চালিয়ে যায়। ঝামেলার মাঝেই এসে পড়ে একটি ই-রিকশা। তার ওপর ঝাঁপিয়ে পড়ে ঘোড়া দুটি। স্বাভাবিকভাবেই যাত্রী ও চালক, দুজনেরই আঘাত লাগে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে একটি ঘোড়া রিকশার ভিতরে আটকে যায়। প্রায় ২০ মিনিট পরে স্থানীয়রা মিলে তাকে টেনে বের করে। ঘোড়াটিও আহত হয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় রীতিমত অসন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তারা।