প্রতিবেদন: এক বছরের বেশি পেরিয়ে গিয়েছে। আজও ঘরে ফেরা হয়নি এডেন আলেকজান্ডারের। ইজরায়েলি (Israel) সেনার হয়ে গাজায় যুদ্ধে গিয়েছিলেন মার্কিন-ইজরায়েলি তরুণ। গত বছরের ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের সংগঠন হামাসের হাতে পণবন্দি ২০ বছরের আলেকজ়ান্ডার। সম্প্রতি হামাস পণবন্দি তরুণ সেনার আকুল আর্তির ভিডিও প্রকাশ করে ইজরায়েলের উপর চাপ তৈরির কৌশল নিল। যে ভিডিওয় দেখা গিয়েছে ৪২০ দিন পণবন্দি থাকার দুঃসহ অভিজ্ঞতায় বিধ্বস্ত আলেকজ়ান্ডার কাঁদতে কাঁদতে তাঁকে মুক্ত করার আবেদন জানাচ্ছেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তাঁর আর্জি, যুদ্ধ বন্ধ করে তাঁদের ফেরানোর ব্যবস্থা করুক দুই দেশ। আমেরিকা ও ইজ়রায়েল দু’দেশের নাগরিকত্বই আছে পণবন্দি তরুণ এডেন আলেকজ়ান্ডারের। দু’দেশের প্রধানের কাছে তাঁর কাতর আবেদন: যেভাবেই হোক আমায় হামাসের কবল থেকে মুক্ত করুন। আলেকজ়ান্ডারের ভিডিও দেখে শোকে বিহ্বল তাঁর মা ও পরিবারের সদস্যরা। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। হামাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে সব পণবন্দিকে মুক্ত করার উদ্যোগ নিতে ইজরায়েল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। এই ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানায় মার্কিন প্রশাসনও। হামাসের নিন্দা করে তাদের কাজকে নিষ্ঠুর বলেছে হোয়াইট হাউস। কূটনৈতিক মহলের ধারণা, এই ভিডিও দেখিয়ে হামাস প্রমাণ
করার চেষ্টা করল যে পণবন্দিরা নিরাপদেই আছেন। পাশাপাশি ইজরায়েল ও আমেরিকার উপর যুদ্ধবিরতির চাপ তৈরির চেষ্টা করল প্যালেস্টাইনের সংগঠন।