মঙ্গল থেকে বাড়বে গরম

কালবৈশাখীর পূর্বাভাস দিলেও জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চরমে উঠেছে। সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির দেখা নেই

Must read

প্রতিবেদন: কালবৈশাখীর পূর্বাভাস দিলেও জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চরমে উঠেছে। সকাল থেকে শহর কলকাতায় (Kolkata) মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির দেখা নেই। অতিরিক্ত ঘামে (summer) নাজেহাল বঙ্গবাসী। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি।

আরও পড়ুন-জাফরাবাদে মৃতের বাড়িতে তৃণমূল সাংসদ-বিধায়করা

তবে উত্তরের প্রায় সব জেলাতেই সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে। তবে একই সঙ্গে আবার বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার থেকে দুই-চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ বাড়তে পারে। সমুদ্র ও উপকূলবর্তী এলাকায়ও ঘণ্টায় ৪৫-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Latest article