দুর্যোগের কারণে বকখালিতে বন্ধ হোটেল বুকিং

Must read

সংবাদদাতা, বকখালি: রবিবার সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে কালো মেঘে ঢেকে যায়। নামখানা, সাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবারে শুরু হয় বৃষ্টি। এদিন সকাল থেকে নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর, উপকূল রক্ষী বাহিনীর ফেজারগঞ্জে ঘাঁটির কমান্ডার এন পি সিংহ বকখালি তটে পর্যটকদের সতর্ক করেন। ধারাবাহিকভাবে চলছে মাইকে প্রচার। আগামী কাল ও পরশু সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন।

আরও পড়ুন-আরশোলা সেদ্ধ দিয়ে গরম চা বানিয়ে হাঁপানির ওষুধ বানিয়েছিলেন বিদ্যাসাগর

হোটেল ও লজগুলিতে আগামী দুদিন নতুন বুকিং বন্ধ থাকবে। পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় হোটেল, লজ মালিকদের সঙ্গে বৈঠক করে ব্লক প্রশাসন। সেই বৈঠক থেকে হোটেল ও লজগুলিকে প্রশাসনিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানান, দুর্বলতম জায়গাগুলো থেকে সাধারণ মানুষকে ফ্লাড সেন্টারে তুলে আনা কাজ শুরু হয়েছে। সেখানে তাদের পর্যাপ্ত পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ বিদ্যুতের তারে হাত না দেয়। সমুদ্রে স্নানে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী দুদিন যাতে কোন পর্যটক না আসেন তার জন্য আবেদন জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে। উপকূল রক্ষী বাহিনীর কমান্ডার এন পি সিং বলেন, সব মৎস্যজীবীকে সতর্ক করা হয়েছে। কোন ট্রলার সমুদ্রে নেই। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Latest article