সংবাদদাতা, কাঁথি : কাঁথি হাসপাতালে (Kanthi Hospital) পরিচয়হীন মৃতদেহ ফেলে পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ৷ পরিকল্পিতভাবে খুনের পর ফাঁদা হয় গল্প! মৃতের পরিচয় উদ্ধার হওয়ায় খুনের তত্ত্ব জোরালো হয়। কাঁথির (Kanthi) এক হোটেলে খুনের পর ধামাচাপা দিতে ভগবানপুরের ব্যবসায়ীর দেহ কাঁথি হাসপাতালে ফেলে পালায় কিছু ব্যক্তি। তদন্তে নেমে কাঁথির পুলিশ এক হোটেল মালিকের ছেলে-সহ ৩ জনকে গ্রেফতার করল৷ অভিযুক্তরা আঠিলাগড়ির বাসিন্দা হোটেল মালিকের ছেলে রজত চৌধুরি, জল ব্যবসায়ী রাজু বারিক ও শশাঙ্ক সাহু। যদিও কী কারণে ওই ব্যবসায়ীকে খুন হতে হল তা পরিষ্কার নয়। ১৬ অগাস্ট খুন হন কুড়ালবাড় গ্রামের চুল ব্যবসায়ী শেখ রফিউল (৪৫)। কাঁথির এক দোকান থেকে খুনে ব্যবহৃত মারুতি গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।
আরও পড়ুন-বরখাস্ত ৩০০ কর্মী