প্রতিবেদন : রাজ্যের হোটেল এবং রেস্তোরাঁগুলির বকেয়া কর সংক্রান্ত সমস্যা নিষ্পত্তিতে রাজ্য সরকার জরিমানা এবং সুদ মকুবের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বকেয়া প্রমোদ কর এবং বিনোদন কর ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিলে এই ছাড় মিলবে। এই মর্মে সংশ্লিষ্ট আইনের এক সংশোধনী রাজ্য বিধানসভায় বুধবার গৃহীত হয়েছে।
আরও পড়ুন-পাহাড়ে মৃত তরুণী
বিলের উপরে বলতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, প্রমোদ ও বিনোদন কর নিয়ে রাজ্যের ৯০০টি হোটেল, রেস্তোরাঁর বিরুদ্ধে ৫৯০০টি মামলা বিভিন্ন আদালত ও ট্রাইবুনালে বকেয়া রয়েছে। এই বাবদ সুদ-আসল মিলিয়ে রাজ্য সরকারের বকেয়া প্রাপ্য করের পরিমাণ ২১.৮৬ কোটি টাকা। নতুন আইন করে জরিমানা এবং সুদে ছাড় দিলে রাজ্য সরকার বকেয়া বিনোদন কর এবং প্রমোদ কর বাবদ প্রায় ১৫ কোটি টাকা এইসব হোটেল রেস্তোরাঁর কাছ থেকে আদায় করতে পারবে বলে অর্থমন্ত্রী মনে করেন।