আগরতলা: এর আগে একাধিক হোটেলে বাইকবাহিনী হাজির হয়ে হুমকি দিয়েছিল, তৃণমূল নেতাদের রাখা যাবে না। ফলে কয়েকটি হোটেল জানিয়ে দেয় তারা অপারগ। শুধু কলকাতা নয়, ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে আসা নেতৃত্বেরও থাকার বা বৈঠকের দরকার পড়ছিল। এরপর নেতারা মূলত একটি হোটেল ব্যবহার করছিলেন। সেটিতেও বেনজির সরকারি সন্ত্রাস শুরু হয়েছে।
প্রথমে জিএসটির হিসেব চেয়ে দল। তারপর নির্মাণের অভিযোগ নিয়ে পুরসভার দল। তারপর হঠাৎ মাঝরাতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন। চলছে জেনারেটরে। অভিযোগ, এক আমলা মালিকপক্ষকে বলেছেন তৃণমূলের বুকিং না নিতে।
বাংলার বিধানসভা ভোটের আগে যেখানে কলকাতা ও জেলায় জেলায় প্রচুর হোটেলে অবাধে বিজেপির বুকিং ছিল, সেখানে ত্রিপুরায় এখনই ভয় পেয়ে হোটেলে হুমকি দিচ্ছে তারা।