হাজার মানুষকে বাড়ি-জমির পাট্টা

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের সব টাকা খরচের তৎপরতা চলছে পূর্ব বর্ধমান জেলার বহু পঞ্চায়েতে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : সামনে পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের সব টাকা খরচের তৎপরতা চলছে পূর্ব বর্ধমান জেলার বহু পঞ্চায়েতে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘উন্নয়নের টাকা যাতে পড়ে না থাকে, যথাযথভাবে সদ্ব্যবহার হয়, সে-ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধানদের বাড়তি উদ্যোগ নিতে বলা হয়েছে।’

আরও পড়ুন-বীরবাহার ভয়ে চোরের মতো নেতাইয়ে শুভেন্দু

গোটা জেলায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েত মিলিয়ে স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট মিলিয়ে উন্নয়নের একশো কোটিরও বেশি টাকা পড়ে রয়েছে। এটা শেষ দুই আর্থিক বৎসরের। ২ ফেব্রুয়ারি বর্ধমান শহরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসার আগেই উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ যথাসম্ভব খরচের কাজ চলছে জোরকদমে। খরচের ক্ষেত্রে পূর্ব বর্ধমান রাজ্যে দ্বিতীয় স্থানে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করায় তারিফ কুড়িয়েছে কাটোয়ার খাজুরডিহি, মঙ্গলকোটের ক্ষীরগ্রাম, মেমারির সাতগাছিয়ার মতো বেশ কয়েকটি পঞ্চায়েত।

আরও পড়ুন-বিজেপি দলের দুষ্কৃতীরা পোড়াল ৪ হাজার গাছ

মুখ্যমন্ত্রীর সফরের দিন পাট্টা বিলির রেকর্ড গড়তে চলেছে পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমিসংস্কার দফতর। এক হাজার জনকে চাষবাস ও বাড়ি তৈরির পাট্টা দেওয়া হবে সেদিন। এখনও ২৭৭ জনকে সাড়ে ৩৪ একর জমির পাট্টা দেওয়া হয়েছে। বাকিদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলি করা হবে। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, ‘বাম জমানায় পাট্টাবিলির ক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হত। এখন দেখা হয় আবেদনকারী যে দলেরই হোন না কেন, ঠিকঠাক নথি পেশ করছেন কিনা!

Latest article