প্রতিবেদন: ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল কেন্দ্রের মোদি সরকার। শনিবার ৩৭০ ধারার বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতে কোনওরকম অশান্তি এড়াতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিকে (Mehbooba Mufti) গৃহবন্দি করল প্রশাসন। শুধু মুফতি নন, একই সঙ্গে গৃহবন্দি করা হয়েছে তাঁর দল পিপলস ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। এই ঘটনায় টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের চতুর্থ বর্ষপূর্তিতে সভা করার অনুমতি চেয়েছিলেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। তবে প্রশাসন তাকে সেই সভা করার অনুমোদিত দেয়ইনি উল্টে মেহবুবা সহ তার দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গৃহবন্দী করা হয়। এরপরই টুইটারে ক্ষোভ উগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, আমাকে এবং আমাদের দলের কয়েকজন শীর্ষনেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বেআইনিভাবে আমার দলের কর্মীদের আটক করা হয়েছে। কাশ্মীরে শান্তি রয়েছে, ভারত সরকারের এই দাবি যে কতটা ভুল, এসব পদক্ষেপেই তা স্পষ্ট।