পাওনা টাকা চাইতেই জ্বালিয়ে দেওয়া হল দলিত মহিলার ঘর

Must read

প্রতিবেদন : ফের দলিত নিগ্রহের ঘটনা মধ্যপ্রদেশে (Dalit- Madhya Pradesh)। নিজেদের প্রয়োজনে দলিত সম্প্রদায়ভুক্ত এক মহিলার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন উচ্চবর্ণের দুই যুবক। কয়েকদিন আগে নিজের হকের টাকা ফেরত চান ওই দলিত মহিলা। টাকা ফেরত তো দূরের কথা, উল্টে দীপাবলির রাতে ওই মহিলার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশের ভোপালের বৈরাশিয়া (Dalit- Madhya Pradesh) থানার অন্তর্গত দেকপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিগৃহীত দলিত মহিলার নাম কৌসরবাই আহিরওয়ার। মঙ্গলবারই মধ্যপ্রদেশের দামোহ জেলায় এক দলিত যুবক ও তাঁর মা-বাবাকে গুলি করে খুন করা হয়। ফের আরেক দলিতবিরোধী ঘটনা সামনে এল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জাতপাতভিত্তিক বৈষম্য বেড়ে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। একের পর এক ঘটনা তারই প্রমাণ।

কৌসরবাই জানিয়েছেন, সমুন্দর যাদব এবং গোলু কুমার নামে দুই যুবককে তিনি ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন। ১৭ অক্টোবর তাদের কাছে টাকা ফেরত চান। কিন্তু ওই দুই যুবক তাঁকে টাকা ফেরত দিতে সটান অস্বীকার করে। অভিযোগ জানিয়ে দলিত মহিলা স্থানীয় থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। প্রতিশোধ নিতে কৌসরবাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই অগ্নিকাণ্ডে দলিত মহিলার বাড়িতে মজুত থাকা সমস্ত খাদ্যশস্য এবং নগদ ৫০ হাজার টাকা পুড়ে গিয়েছে বলে অভিযোগ। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন-কর্নাটকে ফিরছে মাস্ক ও দূরত্ব বিধি, জারি হল বিজ্ঞপ্তি

Latest article