পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালানো জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। পুলওয়ামা জেলার ত্রালের মোঙ্গামা এলাকায় বিস্ফোরণে জঙ্গি আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন সেনারা। আসিফ লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার। পহেলগাঁওয়ে হামলাকারীদের পথ দেখিয়েছিল জঙ্গি আদিল ঠোকর। তার বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মোঙ্গামা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, তারা বাড়ির ভিতরে গিয়ে কিছু সন্দেহজনক জিনিসপত্র দেখতে পায়। বিপদের আঁচ পেয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। তারপরেই বিস্ফোরণে উড়ে যায় বাড়িটি। তবে বিস্ফোরণের কারণ যানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, ঘরের কাঠামোর মধ্যে বিস্ফোরক পদার্থ থাকার কারণে বিস্ফোরণ ঘটেছে। এদিকে আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়ি ধ্বংস হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে।
পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার জড়িত জঙ্গিদের সংখ্যা পাঁচ থেকে সাতজনের মধ্যে হতে পারে। এই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে দুজন স্থানীয় জঙ্গি তারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গি হামলায় জড়িত বলে সন্দেহ করা তিন জঙ্গির স্কেচও প্রকাশ করেছে। তিনজনই পাকিস্তানি- আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোড নাম ছিল – মুসা, ইউনুস এবং আসিফ।