কোটি টাকায় তৈরি গৃহহীনদের আবাস

অশোকনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল রবীন্দ্র নিকেতন।

Must read

সংবাদদাতা, অশোকনগর : অশোকনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল রবীন্দ্র নিকেতন। গ্রামীণ গৃহহীন দুঃস্থ মানুষদের থাকাখাওয়ার জন্য এই উদ্যোগ অশোকনগর কল্যাণগড় পুরসভার। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী, পুরপ্রধান প্রবোধ সরকার প্রমুখ।

আরও পড়ুন-পুকুর সংস্কার করে বায়োডাইভার্সিটি পার্ক

বিধায়ক জানান, ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের জন্য কাজ করে চলেছেন। গৃহহীণ, দুঃস্থ ও ভবঘুরেদের বিনামূল্যে থাকাখাওয়ার ব্যবস্থা করা হল সরকার ও পুরসভার উদ্যোগে। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন।’ পুরপ্রধান বলেন, ‘সেল্টার ফর আর্বান হোমলেস প্রকল্পের আওতায় তিনতলা বাড়িটিতে আপাতত ৫০ জনের থাকাখাওয়ার ব্যবস্থা হয়েছে। প্রথম ৫ বছর সরকারের ৬ লক্ষ টাকা করে দেবে। সঙ্গে ১০ শতাংশ মানুষের খাওয়াদাওয়ার খরচ বহন করবে। পরে পুরসভা সব খরচ চালাবে। উত্তর ২৪ পরগনার কয়েকটি পুরসভায় এই ধরনের সেল্টারের ব্যবস্থা আছে। বিধায়ক নারায়ণ গোস্বামীর সহযোগিতায় এই কাজ সম্ভব হল।’

Latest article