বীরভূমে আবাস-সমীক্ষার কাজ শেষ, বাড়ির টাকা পাবেন ৯৭,৩৩৭ জন, মুখ্যমন্ত্রীর কথামতো ডিসেম্বরেই মিলবে প্রথম কিস্তির টাকা

আবাস যোজনা প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার রাজ্য।

Must read

সংবাদদাতা, সিউড়ি : আবাস যোজনা প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার রাজ্য। তাই গরিব মানুষের মাথায় ছাদ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারই বাংলা আবাস যোজনায় বাড়ির টাকা দেবে। তাঁর এই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে আগামী ডিসেম্বরেই। মুখ্যমন্ত্রী তাঁর প্রতিটি প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেন, আবাস যোজনা নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যাঁরা সত্যিকারের বাড়ির প্রাপক তাঁরাই যেন বাড়ি পান। বীরভূমের শেষ প্রশাসনিক বৈঠকে তিনি সভাধিপতি কাজল শেখকে বলেন, যেভাবেই হোক ডিসেম্বরের আগে জেলায় আবাস যোজনা নিয়ে সমীক্ষা শেষ করতে হবে। এ বিষয়ে কাজল জানান, ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে জেলায় সমীক্ষা সম্পূর্ণ শেষ হয়েছে। মোট ১ লক্ষ ৩৯ হাজার ৫৩৭টি আবেদন জমা পড়ে প্রকল্পের আওতায়।

আরও পড়ুন-প্রাথমিকে শূন্যপদের তালিকা চাইল পর্ষদ

এর মধ্যে ৯৭ হাজার ৩৩৭টি বাড়ি অনুমোদন পেয়েছে। নানা কারণে ৩১ হাজারের কিছু বেশি নাম বাতিল হয়েছে আবাস-তালিকা থেকে। বিডিওদের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে সঙ্গে নিয়ে বীরভূম জুড়ে স্বচ্ছতার সঙ্গে এই সমীক্ষা হয়েছে। কোনওরকম দুর্নীতি যাতে প্রশ্রয় না পায় সেই ব্যাপারে প্রতিটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে কড়া নির্দেশ দেওয়া হয়। বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, সরকারি কর্মীরা জেলা জুড়ে সমীক্ষা চালিয়েছেন। এমনকী বাড়ি বাড়ি গিয়ে স্বচক্ষে রিপোর্ট সংগ্রহ করেছেন। অধিকাংশ নাম বাদ গিয়েছে পাকা বাড়ি থাকার কারণে। কিছু ক্ষেত্রে তালিকা থেকে নাম বাদ গিয়েছে তার কারণ পরিবারের কেউ সরকারি চাকরি করেন অথবা তাঁদের অনেক জমি রয়েছে। এখনও অবধি সিউড়ি ১ ব্লকের ৩১৭০, ২ ব্লকে ৪৫০০, লাভপুর বিধানসভায় ৭০০০, মুরারই ২ ব্লকে ১০ হাজার, সাঁইথিয়ায় ৮ হাজার মানুষ আবাস যোজনায় বাড়ি পেতে চলেছেন। সভাধিপতি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। ফলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর না করে সত্যিকারের বাড়ি পাওয়ার যোগ্যদের নামের তালিকা তৈরি করে বাড়ি তৈরির টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তা অচিরে পূরণ হতে চলেছে।

Latest article