তেলাপিয়া মাছ খেয়ে কোমায় মার্কিন মহিলা। বিকল হয়ে গেল শরীরের চারটি অঙ্গ। এ কী অবস্থা! মৎস্য প্রিয় বাঙালির পাতে তেলাপিয়া মাছ কি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে?
লরা বাজারাস (Laura Barajas) আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি বাজার থেকে তেলাপিয়া কিনে সেটিকে আধসিদ্ধ করে একটি স্পেশাল ডিশ তৈরি করেছিলেন। তারপর সেটিকে খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চারটি অঙ্গ বিকল হয়ে যায়। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর হাত ও পায়ের আঙুল আস্তে আস্তে কালো হতে থাকে। চিকিৎসকরা জানান, লরার (Laura Barajas) বাঁচার সম্ভাবনা কম। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন।
আরও পড়ুন- সফলভাবে তথ্য সংগ্রহ শুরু Aditya L1-এর, পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে ইসরো-র সৌরযান
তবে কি তেলাপিয়া মাছই তাঁর অসুস্থ হয়ে পড়ার মূল কারণ?
এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অসুস্থতার কারণ মাছ নয়। মাছে থাকা ব্যাকটেরিয়া। একাধিক সামুদ্রিক প্রাণীর শরীরে ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামক ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। তবে আরও এক সূত্রে জানা গিয়েছে, দূষিত জলের মাছ খাওয়ার কারণেই লরার এই অবস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের জলে এই ধরনের ব্যাকটেরিয়া থাকা স্বাভাবিক। সেই কারণে সামুদ্রিক খাবার খাওয়ার আগে তা পরিষ্কার করে রান্না করে খাওয়াই ভালো।