‘রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে, এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই’ সরব কুণাল ঘোষ

এবার কুনাল ঘোষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ঠিক কিভাবে রাজ্যপাল বাংলার বিপক্ষে ক্রমাগত ক্ষমতা অপব্যবহার করছেন এবং ক্যাবিনেট পেপারের মত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে এনে নিয়মবিরুদ্ধ কাজ করছেন।

Must read

দু’‌দিন পরেই রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। কিন্তু হঠাৎ করেই রাজ্য–রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটে গেল। রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৭ মার্চ রাত ২টোর সময় বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে । এই নিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বইতে শুরু করেছে।

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপাল একটি টুইট করেছেন। লিখেছেন ‘৭ মার্চ রাত ২টোয় বসবে অধিবেশন। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত।’

আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে এগিয়ে আসতে হবে ব্যাঙ্কগুলিকে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ, বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন নিয়ে মুখ্যসচিবকে জরুরি তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু সরকারি অনুষ্ঠান থাকায় যেতে পারেন নি হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে দেখা করবেন বলেই জানিয়েছেন মুখ্যসচিব।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটে নিয়ে আলোচনা হাওয়ায় তিনি অবশ্য জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত তাঁর নয়। মন্ত্রিসভার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন তিনি। ধনখড় লিখেছেন, “সংবিধানের 174(1) ধারা প্রয়োগ করে মন্ত্রিসভার সিদ্ধান্তকে সম্মতি দিলাম। ৭ মার্চ রাত দুটোর সময় অধিবেশন।”

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “রাজ্যপালের কাছে নিয়ম মেনে সম্মতি চেয়ে যে আবেদন পাঠানো হয়েছিল সেখানে ‘টাইপোগ্রাফিকাল ভুল’ (ভুলবশত PM লেখা AM হয়ে যাওয়া) ছিল। আর তাই টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল। মন্ত্রিসভা চায় রাত দুটোয় নয়, দুপুর দুটো অধিবেশন হোক। এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি নই।”

আরও পড়ুন-বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘মহিষাসুরমর্দ্দিনী’

এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি একটি টুইট করে লেখেন ‘রাজ্যপালের টুইট দেখে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। জানান, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা।
এটা বুঝে নিলেই ভালো হত। এদিকে, আবার pm লিখে প্রস্তাব পাঠাতে মুখ্যমন্ত্রী 28/2 মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।প্রশ্ন হল, রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে? এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই। রাজ্যপাল সব রীতি ভাঙছেন। সরকারের কাজে বাধা দেওয়া, বাংলার বিরুদ্ধে কুৎসা, নন ইস্যুকে ইস্যু করতে তিনি ব্যস্ত। রাজ্যপালের পদের গরিমা নষ্ট করে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তিনি।’

আরও পড়ুন-তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্য রাজ্যপাল সংঘাত আজ নতুন নয়, তবে এবার কুনাল ঘোষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ঠিক কিভাবে রাজ্যপাল বাংলার বিপক্ষে ক্রমাগত ক্ষমতা অপব্যবহার করছেন এবং ক্যাবিনেট পেপারের মত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে এনে নিয়মবিরুদ্ধ কাজ করছেন।

 

উল্লেখ্য, বিধানসভা অধিবেশনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্যাবিনেট নোট পাঠানো হয়েছিল রাজ্যপালকে। কিন্তু সেখানে অধিবেশনের সময় দুপুর ২টোর বদলে রাত দুটোয় লেখা ছিল। এদিন মন্ত্রিসভার সেই নোটেই সাক্ষর করে দেন রাজ্যপাল। টুইটেও বিষয়টি প্রকাশ করেন ধনকড়। তিনি লেখেন, এটা একপ্রকার নজিরবিহীন ঘটনা। কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এটা টাইপের ত্রুটি। রাজ্যপাল চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। এখন মন্ত্রিসভা পরবর্তী সিদ্ধান্ত নেবে।” এসবকিছুর মাঝেই এবার রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী।

Latest article