রামধনু কীভাবে সৃষ্টি হয়?

যখন আলো একটি নির্দিষ্ট কোণে বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন আলোকরশ্মি আলাদা-আলাদা রঙে ভেঙে যায় ও আমরা আকাশে রামধনু দেখতে পাই

Must read

সাধারণভাবে আলোর কোনও রং হয় না৷ লাল, কমলা, সবুজ, নীল, বেগুনি, হলুদ ইত্যাদি রং মিশে আলো তৈরি হয়৷ এই রংগুলিকে বলা হয় বর্ণালি বা ‘স্পেকট্রাম’৷

আরও পড়ুন-মুখ্য অর্থনীতিবিদ

যখন জলের মধ্যে আলো পড়ে তখন বিভিন্ন কোণে আলোর প্রতিসরণ হয় ও তা বেঁকে যায়৷ একেকটি রং একেকরকম কোণে বেঁকে যায়৷ দেখা গিয়েছে যে লাল রং সবচেয়ে কম বাঁক খায় আর বেগুনি রং বাঁক খায় সবচেয়ে বেশি৷ form৷

Latest article