‘যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি’, দিল্লির পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রয়াগরাজগামী ট্রেনে ওঠা নিয়ে যে ছবি প্রকাশ্যে এল সেটা ছিল শিউড়ে ওঠার মতো। স্টেশন চত্বরে তিলধারণের জায়গা পর্যন্ত ছিল না। এসি না জেনারেল কামরা, বোঝা দায়। দমবন্ধ করা পরিস্থিতি। সেই ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে একের পর এক পুণ্যার্থীর মৃত্যু।

আরও পড়ুন-হরিদ্বারে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন,”দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, কোন বড় অনুষ্ঠানের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি। কুম্ভগামী পুণ্যার্থীদের সবরকম সুযোগ সুবিধা দেওয়া উচিত, কষ্ট নয়। এই ধরনের যাত্রা যেন সর্বান্তকরণে নিরাপদ এবং সুসংগঠিত হয় তা নিশ্চিত করা অপরিহার্য। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

 

দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি নিশানা করা হয়েছে মোদি সরকারকে৷ রেলের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে তৃণমূল। রেলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। রেল মানেই আতঙ্কের যাত্রা হয়ে উঠেছে। রেল বাজেট তুলে দিয়েছে কেন্দ্র। কোনও যাত্রী নিরাপত্তার ব্যবস্থা নেই। যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আর তার মাশুল গুনছেন সাধারণ যাত্রীরা। কুম্ভকে কেন্দ্র করে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে, যা সমীচিন নয়।

Latest article