সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘কতদিন মিথ্যা সহ্য করতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।’’ আজ বৃহস্পতিবার শিলিগুড়িতে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে তাঁদের মিথ্যাচারের জবাব চেয়ে শহর ছেয়ে গিয়েছে পোষ্টারে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভার বিরোধিতা করে শিলিগুড়িতে ফ্লেক্স ও পোস্টারে ভরালো পাহাড়ের গোর্খারা। পোস্টারে হিন্দিতে লেখা কতদিন আর গোর্খারা মিথ্যা আশ্বাস নিয়ে বাঁচবে? বুধবার পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গায় ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের উদ্যোগে ফ্লেক্স ও পোস্টার লাগানো হয়।
আরও পড়ুন-ভিড় টানতে ভলভো ভাড়া, গর্জে উঠল গোর্খারা, অমিতের সভার জন্য লোক ভাড়া
গোর্খাদের পরিষ্কার দাবি ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত তিনবার লোকসভা নির্বাচনে পাহাড়ের গোর্খা জনজাতির মানুষদের মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়েছে বিজেপি। গোর্খাদের জন্য কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। প্রতিবার নির্বাচনের সময় গোর্খাল্যান্ড নামক পৃথক রাজ্যের ললিপপ দেখিয়ে পাহাড়ের মানুষদের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। এই বিষয়ে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের পক্ষ থেকে এসপি শর্মা বলেন, ‘‘পরপর তিনবার লোকসভা নির্বাচনের সময় গোর্খাদের মিথ্যা আশ্বাস দিয়ে। গোর্খাদের ব্যবহার করে ভোট নিয়েছে বিজেপি। কিন্তু তাদের জন্য কিছুই করেনি। এমনকী নির্বাচনের সময় গোর্খাল্যান্ড নামক রাজ্যের আশ্বাস দিয়েছিল বিজেপি। অমিত শাহ উত্তরবঙ্গ সফরে আসছেন। আমরা প্রশ্ন করেছি তাঁকে জবাব দিতে হবে।’’