”কোন পার্টির ঘন্টায় কত ভিউ” ফের বিজেপির মিথ্যাচার প্রকাশ্যে

অঙ্কের হিসেবে মেলানো থেকে শুরু করে বিজেপির বাঙালি বিরোধী আচরণকে কটাক্ষ করেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।

Must read

প্রতিবার ২১ জুলাই (21 July) ধর্মতলায় রেকর্ড ভিড় হয় সাধারণ মানুষের। দেখা গিয়েছে এইবারেও তার ব্যতিক্রম হয়নি। শুধু তাই নয়, ডিজিটাল মাধ্যমেও এবার রেকর্ড সংখ্যক ভিউয়ার দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পেজে। কিন্তু স্বভাবসিদ্ধভাবেই বিজেপি নিজেদের সোশ্যাল মিডিয়াতে ভুয়ো তথ্য দিয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে। একটা ছবিতে ভিউয়ার সংখ্যা দেখিয়ে বলা হয়েছে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন কেউ শোনেন না। কিন্তু সত্য ঘটনা বেরিয়ে এল আইটি সেলের দক্ষতায়। এরপরেই আসল ছবি তুলে ধরে গেরুয়া শিবিরের মিথ্যাচার প্রকাশ্যে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অঙ্কের হিসেবে মেলানো থেকে শুরু করে বিজেপির বাঙালি বিরোধী আচরণকে কটাক্ষ করেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।

আরও পড়ুন-পরিবেশে কার্বন নির্গমনের তীব্রতা কমেছে ৩৬ শতাংশ

বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি লেখেন, ”যদি একটু কে.সি নাগের অঙ্ক করতেন ছোটবেলায়! ওহ্! থুড়ি! উনি তো বাঙালি! আপনাদের তো বাংলায় আবার অ্যালার্জি! তাহলে ঠিকই আছে। যাদের ২০০ পার ৭০-এ আটকে যায়,৩৫ এর গল্প বলে ১২ তে হেঁচকি ওঠে, ৪০০ পার ২৪০-এর পর এগোয় না, তারা M আর K-র তফাৎ বুঝবে না, সেটাই স্বাভাবিক!

৩ দিনে ১ লাখ ৭ হাজার বনাম ৬ ঘন্টায় ২৮ লাখ.. কোন পার্টির ঘন্টায় কত ভিউ? মিনিটে কত? শুভেন্দুকে দিয়ে হিসেব না করিয়ে অন্য কাউকে ধরুন! Lol!”

 

Latest article