প্রতিবেদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানানো হল হাইকোর্ট থেকে কলকাতা পুরসভা (KMC) সহ বাংলার বিভিন্ন কোণে। শহরের আনাচ-কানাচে বাংলাভাষার ব্যবহার ও চর্চা বাড়াতে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। শহরের সর্বত্র সাইনবোর্ডে অন্যান্য ভাষার সঙ্গে বাংলাভাষাও বাধ্যতামূলক করার নির্দেশিকা গত নভেম্বরেই দিয়েছিল পুর-কর্তৃপক্ষ।
আরও পড়ুন-হাইকোর্টেও বাংলায় শুনানি
এবার মাতৃভাষা দিবসের দিন থেকেই সেই নিয়ম অগ্রাহ্য করার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই নিয়ে উদ্যান ও বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, বাংলায় বাংলাভাষার ব্যবহার বাধ্যতামূলক। দোকানপাট, রেস্তোরাঁর সাইনবোর্ড থেকে শুরু করে বিজ্ঞাপনী হোর্ডিংয়ে অন্য ভাষার সঙ্গে বাংলাভাষার ব্যবহারেও জোর দিতে বলা হয়েছিল। এর জন্য দু’মাস সময়ও দিয়েছিল পুরসভা। এই সরকারি সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, শুক্রবার থেকে তা খতিয়ে দেখা শুরু হল। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বিজ্ঞপ্তি ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত কতটা মানছেন, তা দেখার জন্য পুলিশকে চিঠিও দেওয়া হয়েছিল। অনেক জায়গায় কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। কোথাও নির্দেশ অমান্য করার অভিযোগ পেলে পুরকর্মীরা ব্যবস্থা নিচ্ছেন।