নির্বাচনী বন্ড থেকে কত ফেরত পিএম তহবিলে, জানাল এসবিআই

কেন্দ্রের বিজেপি সরকারের আনা নির্বাচনী বন্ড প্রকল্প দেশের সর্বোচ্চ আদালতে অসাংবিধানিক ও বাতিলযোগ্য বলে তিরস্কৃত হয়।

Must read

প্রতিবেদন : মোদি সরকারের নির্দেশে প্রথমে টালবাহানা করলেও সুপ্রিম কোর্টের কড়া ধমক খেয়ে শেষপর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পেশ করতে বাধ্য হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেইসঙ্গে মঙ্গলবার হলফনামা আকারে সর্বোচ্চ আদালতে পেশ করা হয়েছে, ১ এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বন্ড সংক্রান্ত তথ্য। শুক্রবার ১৫ মার্চ নির্বাচন কমিশন সেই বিস্তারিত তথ্য নিজেদের ওয়েবসাইটে পেশ করবে। তবে আদালতে এসবিআই-এর পেশ করা তথ্য অনুযায়ী, এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য করতে ২২,২১৭টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে। তথ্য পেশ করে এসবিআই চেয়ারম্যান দীনেশকুমার খারা শীর্ষ আদালতে জানান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আদালতের নির্দেশ মেনেছে।

আরও পড়ুন-রমজানের শুরুতেই গাজার শরণার্থীদের উপর নির্মম হামলা

কেন্দ্রের বিজেপি সরকারের আনা নির্বাচনী বন্ড প্রকল্প দেশের সর্বোচ্চ আদালতে অসাংবিধানিক ও বাতিলযোগ্য বলে তিরস্কৃত হয়। লোকসভা নির্বাচনের আগে কোনওভাবেই যাতে বন্ডের তথ্য প্রকাশ্যে না আসে, তার জন্য এসবিআই-কে মাঠে নামায় কেন্দ্র। তথ্য প্রকাশ করতে চারমাস সময় চাইলেও সুপ্রিম কোর্টের ভর্ৎসনা ও ধমকে একদিনেই সেই তথ্য পেশ করে এসবিআই। মঙ্গলবার প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, ১ এপ্রিল ২০১৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ৩,৩৪৬টি ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে। রাজনৈতিকদলগুলি তার মধ্যে ১,৬০৯টি বন্ড ভাঙিয়ে নিয়েছে। ১২ এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত কেনা হয়েছে ১৮,৮৭১টি বন্ড। এই সময়ের মধ্যে ভাঙিয়ে নেওয়া হয়েছে ২০,৪২১টি বন্ড। এসবিআই-এর তথ্য অনুযায়ী, না ভাঙানো বন্ড ফেরত গিয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এদিকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, যথা সময়েই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করে দেওয়া হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার এই তথ্য প্রকাশ করার কথা কমিশনের।

Latest article