পাকিস্তানকে কীভাবে অনুদান? রাজনাথ আপত্তি জানিয়ে বললেন আইএমএফকে

এক্ষেত্রে ভারতের কড়া আপত্তি উড়িয়েই পাকিস্তানকে আর্থিক সহযোগিতা অনুমোদন করেছে ইন্টারন্যাশানাল মানিটরি ফান্ড।

Must read

প্রতিবেদন: পাকিস্তানের মদতেই ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি ৭ বিলিয়ন ডলার আইএমএফ ঋণ বাবদ অনুমোদন করেছে পাকিস্তানের জন্য। নেপথ্যে পাকিস্তানেরই ভূমিকা ছিল। এক্ষেত্রে ভারতের কড়া আপত্তি উড়িয়েই পাকিস্তানকে আর্থিক সহযোগিতা অনুমোদন করেছে ইন্টারন্যাশানাল মানিটরি ফান্ড। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসের সরাসরি যোগ প্রমাণ হয়ে যাওয়ার পরেও আমেরিকা ভারত ও পাকিস্তানের সমস্যাকে যেভাবে এক বন্ধনীতে রেখেছে তা নয়াদিল্লির জন্য চূড়ান্ত অস্বস্তিকর। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও সন্ত্রাসের যোগসূত্রের প্রমাণ উন্মোচিত করে এই জঙ্গিরাষ্ট্রের মুখোশ খুলে দিতে কূটনৈতিক লড়াই চালাবে ভারত। ভারত সরকারের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এই প্রসঙ্গেই আইএমএফের তরফে পাকিস্তানকে বিপুল অর্থ দেওয়ার বিষয়টি বিবেচনা করার আর্জি জানিয়েছেন রাজনাথ।

আরও পড়ুন-সরছে কেন ফাইনাল, ইডেনের সামনে বিক্ষোভ

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তান সন্ত্রাসবাদের কাঠামো তৈরিতেই তহবিল ব্যয় করবে। ভারত চাইছে আইএমএফ তহবিল দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আগেই ভারতের তরফে দাবি করা হয়েছিল কীভাবে পাকিস্তানের সরকারকে পাকসেনা চালনা করে। তা সত্ত্বেও চাহিদার থেকে বেশি অর্থ সাহায্য পেয়েছে শাহবাজ শরিফ সরকার। তবে পাকিস্তানের মোকাবিলায় যে ভারত প্রস্তুত, তাও স্পষ্ট করে দেন রাজনাথ। তাঁর কথায়, গোটা বিশ্ব দেখেছে কীভাবে ন’টি জঙ্গিঘাঁটি ভাঙা হয়েছে। পরবর্তীকালে বায়ুসেনা ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর-এর মধ্যে দিয়ে ভারতীয় বায়ুসেনা শুধু তাদের ব্যাপক ক্ষমতাই তুলে ধরেনি, সেইসঙ্গে গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে ভারতের যুদ্ধনীতি ও প্রযুক্তি কতটা বদলে গিয়েছে।

Latest article