কয়েকমাস আগেই জানিয়ে ছিলেন মানুষ যেমন চায় তেমন তৃণমূল হবে। রবিবার, মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই এই নতুন তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা দিলেন। বলেন, তিনি সেই দলের কথা বলছেন, যারা ২০১১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সিপিএমকে উৎখাত করে ক্ষমতায় এসেছিল। মানুষ সেই তৃণমূলকেই দেখাতে চায়। যে তৃণমূল শ্রমিক-কৃষকের দাবি নিয়ে লড়াই করেছে, তাকে মানুষ দেখতে চায়। একই সঙ্গে অভিষেক কড়া বার্তা- যদি ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে, দল তাদের পাশে থাকবে না।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) জানান, ‘‘১২ জুলাই নতুন তৃণমূলের কথা বলেছিলাম। অনেক জলঘোলা হয়েছে। আমি বলেছিলাম, এমন তৃণমূল গড়তে হবে, যেমন মানুষ চায়।’’ তাহলে কী নতুন তৃণমূলে পুরনোরা ব্রাত্য? অভিষেক বলেন, ‘‘নতুন তৃণমূল মানে সেখান পুরনোরা থাকবেন না, এমন নয়। সকলেই থাকবেন।‘‘ ইতিমধ্যেই ব্লক স্তরে পরিবর্তন দেখা গিয়েছে। অভিষেকের মতে, ‘‘নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, সেভাবেই তৃণমূলকে প্রতিষ্ঠিত করব। এই ব্লক কমিটি বেরিয়েছে। দেখেছেন কাদের সুযোগ দেওয়া হয়েছে।‘‘
আরও পড়ুন: চা-শ্রমিকদের দাবি নিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেকের কথায়, এত বড় সংগঠন ভুলত্রুটি থাকতেই পারে। ভুল সংশোধন করা হচ্ছে। ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে তাঁর পাশে দল থাকবে না। কয়েকজন মানুষের জন্য অনেকের মনে দলের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছে। আর সেই কারণেই নতুন তৃণমূল তৈরি করা হচ্ছে।
নাম না করে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) নিশানা করেন অভিষেক। বলেন, ‘‘যাদের কাগজে মুড়েব টাকা নিতে দেখা গিয়েছে। ইডি-সিবিআই থেকে বাঁচতে যে দুনম্বরিগুলো বিজেপিতে আশ্রয় নিয়েছে। তাদের বিরুদ্ধে কী করেছে! ৮-১০ ঘণ্টা মলয় ঘটকের কাছে ১৪ হাজার টাকা পেয়েছে। আর যাদের কাগজে করে টাকা নিতে দেখা যাচ্ছে তারা বিজেপিতে গিয়ে সবাইকে চোর বলছে।‘‘
তৃণমূল নেতা-কর্মীদের তিনি বার্তা দেন, সাধারণ মানুষের পাশে থাকার। মাঠে ময়দানে থেকে লড়াই করার। “এমন ভাবে তৈরি হতে হবে যাতে আমাদের গায়ে যাতে কেউ আচড় কাটতে না পারে। যত বহিরাগত শক্তি আসুক না কেন তৃণমূলের গায়ে যেন একটা দাগও কাটতে না পারে”
এমন দলের কথা বলেন অভিষেক, যারা বাইরের আঘাতে ভেঙে পড়বে না। ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে লড়াই করা নতুন তৃণমূলের কথা বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।