ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষ্যে ৭ থেকে ১৪ ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার সপ্তাহে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) উদ্যোগে এক বর্ণময় পথ নিরাপত্তা প্রচার কর্মসূচি গ্রহণ করা হল। ব্রেবোর্ন রোডের অনুষ্ঠানে ওসি ছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগিজ চার্চের ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেরস-সহ অন্যান্য সদস্যরা। স্কুল পড়ুয়ারাও সক্রিয়ভাবে এই অনুষ্ঠানে যোগদান করেন।
আরও পড়ুন: ২০২২-এর প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ পর্ষদের, প্রথম স্থানে বর্ধমানের ইনা
রাস্তায় যাতে ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা না হয় এবং মানুষ সচেতন থাকেন সেই কথা মাথায় রেখে পর্তুগিজ চার্চ, ক্যাথেড্রাল অফ মোস্ট হোলি রোজারির পাশে ব্রেবোর্ন রোডে একটি বিশাল রঙিন সড়ক নিরাপত্তা অভিযানের আয়োজন করেছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howrah Bridge Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তী। তেরাপন্থী জৈন বিদ্যালয়ের পড়ুয়ারা পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বুঝিয়ে দেন যাতে এইধরনের ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সঙ্গে আবার গোলাপ এবং চকলেট বিতরণ করেন তাঁরা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানর উদ্দেশ্যে লিফলেটও বিতরণ করা হয়। সৌভিক চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওভারটেকিং,অপ্রয়োজনীয় হর্ন, মোবাইলের ব্যবহার, ভুল পার্কিং এবং অতিরিক্ত গতির ঝুঁকি রোধে বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয়রা ওসির এই পদক্ষপের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ড যেভাবে একাধিক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তাও সমাজের বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।