সংবাদদাতা, হাওড়া : জ্বর হলেই দ্রুত ডেঙ্গির পরীক্ষা করান। বুধবার হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী শহরবাসীর কাছে এই আবেদন রাখলেন। তিনি বলেন, হাওড়া পুরনিগমের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কারও জ্বর হলেই কালবিলম্ব না করে কর্পোরেশনের অধীনস্থ যেকোনও স্বাস্থ্যকেন্দ্রে যান। ডেঙ্গি হয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে রক্ত পরীক্ষা করান। যদি দেখা যায় ডেঙ্গি হয়েছে তা হলে প্রথম দিন থেকেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হবে।
আরও পড়ুন-ফের মণিপুর! তরুণীকে যৌন নিগ্রহ বিএসএফের
সেক্ষেত্রে জটিলতা অনেক কম হবে। কিন্তু দেখা যায় অনেক সময়েই জ্বর হলে ৩-৪ দিন পরে পরিস্থিতি বাড়াবাড়ি হলে রক্ত পরীক্ষা করানো হচ্ছে। সেইসব ক্ষেত্রে ডেঙ্গি নির্ণয় হবার আগেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে। তাই আমরা বলব জ্বর হলেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান। ডেঙ্গির পরীক্ষা করান। কর্পোরেশনের সমস্ত হেলথ সেন্টারেই এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এদিন ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, গত বছর জানুয়ারি থেকে ২৯ সপ্তাহ অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত হাওড়া পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১২০। এই বছর সেই জায়গায় এখনও পর্যন্ত সংখ্যাটা ৭০। তবে এই ব্যাপারে আত্মতুষ্ট হলে চলবে না। যদিও পুরসভা যারা জল জমা বন্ধ করছেন না তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।