সরস্বতী পুজোর মুখেই চালু হাওড়া ফুলবাজার

পুজোর আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়া পুলিশ কমিশনারেটের অফিসের পাশে ‘বিতান’ ফুলবাজারটির উদ্বোধন করেছিলেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : সরস্বতী পুজোর আগেই হাওড়াবাসীর জন্য সুখবর। চালু হয়ে গেল হাওড়া ফুলবাজার। এই মুহূর্তে এখানে ফুলচাষি ও ব্যবসায়ীর মিলিয়ে মোট ৪৫টি স্টল থাকছে। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত খুচরো ও পাইকারি কেনাকাটা চলবে। পুজোর আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়া পুলিশ কমিশনারেটের অফিসের পাশে ‘বিতান’ ফুলবাজারটির উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন-ঘণ্টাধ্বনিতে সূচনা যাত্রা উৎসবের

সোমবার থেকে ওই ফুলবাজারে বেচাকেনা চালু হয়ে গেল। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ পুর আধিকারিকরা এদিন ফুলবাজারে গিয়ে ফুলচাষিদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা- অসুবিধার কথা জানতে চান। হাওড়া পুরনিগমের উদ্যোগে চালু হওয়া এই ফুলবাজারের ভূয়সী প্রশংসা করেন ফুলচাষি থেকে ক্রেতা বিক্রেতা সকলেই। এখানে একই সঙ্গে মিলবে পাইকারি এবং খুচরো ফুল। ফলে হাওড়ার বাসিন্দাদের আর গঙ্গা পেরিয়ে ছুটতে হবে না জগন্নাথ ঘাটে।

Latest article