সংবাদদাতা, হাওড়া : ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরে হাওড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে সাজ-সাজ রব। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মীরা হাওড়ায় (Howrah) আসতে শুরু করবেন। বেশিরভাগ কর্মী ট্রেন পথে আসবেন। এছাড়াও জলপথেও অনেকে একুশের সমাবেশে যোগ দিতে যাবেন। লাখো মানুষের ভিড় উপচে পড়বে হাওড়া স্টেশনে। তাঁদের অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের তরফে বিশাল তোরণ করা হয়েছে।
আরও পড়ুন-একদিকে লেদার কমপ্লেক্স, অন্যদিকে শাড়ি ও হস্তশিল্প, বিপণনে নয়া দিগন্ত শপিংমল আলিপুরে
বৃহস্পতিবার হাওড়া স্টেশন চত্বরের ব্যবস্থার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির হাওড়া জেলা (সদর) সভাপতি অরবিন্দ দাস, হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী। তাঁরা হাওড়া স্টেশনের বাইরে অভ্যর্থনা মঞ্চ, জলপথ পরিবহণ ব্যবস্থার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেন। এরপর হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী সহ প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কোন পথ দিয়ে কর্মীরা হাওড়া স্টেশন থেকে ধর্মতলার দিকে যাবেন তাও প্রশাসনিক কর্তাদের সঙ্গে ঘুরে দেখেন। হাওড়া স্টেশনের জেটিঘাটও ঘুরে দেখেন। এছাড়াও বাইরে থেকে আসা কর্মীদের যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানেও যান গৌতম চৌধুরী ও অরবিন্দ দাস-রা। সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না তাও দেখে নেন তাঁরা। বিধায়ক গৌতম চৌধুরী জানান, শুক্রবার থেকেই উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ বিভিন্ন এলাকা থেকে কর্মীরা হাওড়ায় এসে পৌঁছোবেন। তাঁদের থাকা-খাওয়ার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।