জগন্নাথ ঘাটের মতোই ফুলবাজার হাওড়াতেও

Must read

প্রতিবেদন : এবারে হাওড়ায় গড়ে উঠছে পাইকারি ফুলের বাজার। কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারের আদলেই। উদ্যোক্তা হাওড়া পুরসভা। গঙ্গার পশ্চিমপাড়ে তেলকলঘাট আর বার্ন স্ট্যান্ডার্ডের মাঝে পুলিশ কমিশনার অফিসের পাশেই তৈরি হচ্ছে এই ফুলবাজার। কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। যেখানে বসবে এই ফুলের বাজার, সেই বাড়িটি আসলে তৈরি করা হয়েছিল মঙ্গলাহাটের জন্য। কিন্তু বাম আমলে কাপড়ের ব্যবসায়ীরা সেখানে যেতে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরেই কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই মার্কেটটি।

আরও পড়ুন-ভারতকেই বিপজ্জনক দল মনে হচ্ছে ইনজামামের

এবারে এরই দুটি ফ্লোরে বসবে একটি আধুনিক ফুলের বাজার। জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানান, হাওড়া ময়দানে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কাছে পুরসভার নিজস্ব হাট কমপ্লেক্স আছে। সেখানকার দুটি ফ্লোরে এই ফুলবাজার তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই হটিকালচার দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সহযোগিতায় এই ফুলবাজার বসবে। পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার গ্রামীণ এলাকায় প্রচুর ফুল চাষ হয়। ফুলচাষিরা সেখান থেকে ট্রেনে করে কলকাতার জগন্নাথ ঘাটে ও হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের ছোট ফুলবাজারে ফুল নিয়ে আসেন। মূলত জগন্নাথ ঘাট থেকে ফুল বিক্রেতারা রাজ্যের বিভিন্ন এলাকায় ফুল কিনে নিয়ে যান৷ সেক্ষেত্রে ফুলচাষিরা ট্রেন থেকে নেমে হাওড়া ব্রিজ পেরিয়ে জগন্নাথ ঘাট ফুল বাজারে ফুল নিয়ে যান। পুরসভার উদ্যোগে হাওড়া স্টেশনের কাছে এই ফুলবাজার তৈরি হওয়ায় ফুল চাষিদের যেমন সুবিধা হবে, তেমনই হাওড়া ও শহরতলির মানুষ হাওড়া হাট থেকে ফুল কিনে নিয়ে যেতে পারবেন। সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই ফুলের বাজার তৈরি হচ্ছে হাওড়া পুরসভার তত্ত্বাবধানে। তবে এই বাজার তৈরি করতে যে প্রাথমিক খরচ লাগবে তা ব্যয় করবে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের সিএসআর ফান্ড থেকে।

Latest article