প্রতিমা বিসর্জনে বিশেষ ব্যবস্থা হাওড়া পুরসভার

মূলত বুধবার থেকে হাওড়ায় ভাসান পর্ব শুরু হবে। এর জন্য হাওড়ার প্রতিটি গঙ্গার ঘাটেই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : নির্বিঘ্নে কালীপ্রতিমা বিসর্জন সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভা। এই উপলক্ষে জঞ্জাল সাফাই দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী, প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না, মনজিৎ রাফেল, রিয়াজ আহমেদ।

আরও পড়ুন-নিজেরাই মূর্তি ভেঙে প্ররোচনা

বৈঠকে কালীপুজোর ভাসানের সময় হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রতিমা ভাসানের জেরে যাতে কোনওভাবে গঙ্গাদূষণ না হয় সেই বিষয়েও সবসময় নজর রাখার ব্যবস্থা করা হয়েছে হবে। প্রতিটি ঘাটে পর্যাপ্ত সংখ্যায় পুরকর্মীরা থাকছেন। দ্রুত কাঠামোগুলি তুলে বেলগাছিয়া ভাগাড়ে নিয়ে চলে যাওয়া হবে। এর জন্য অতিরিক্ত লোক নিয়োগ করেছে হাওড়া কর্পোরেশন। এমনিতে মঙ্গলবার বিকেল পর্যন্ত অমাবস্যা থাকায় হাওড়ার অধিকাংশ পুজোই এদিন বিসর্জন হয়নি। বাড়ির কিছু পুজো বিকেলের পর ভাসান হয়েছে।

আরও পড়ুন-বেসরকারি হাসপাতালে ১,১৫০ কোটি, সরকারি হাসপাতালে ২৫০ কোটি টাকা, স্বাস্থ্যসাথীতে রেকর্ড বিল মেটাল সরকার

মূলত বুধবার থেকে হাওড়ায় ভাসান পর্ব শুরু হবে। এর জন্য হাওড়ার প্রতিটি গঙ্গার ঘাটেই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পুরকর্মীদের সঙ্গে প্রতিটি ঘাটে পর্যাপ্ত পুলিশও মোতায়েন থাকছে। সৈকত চৌধুরী জানান, ঘাটগুলিতে ভাসানের দিনগুলিতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

Latest article