জলের অপচয় বন্ধে উদ্যোগী হাওড়া পুরসভা

এই জন্য বাড়ি বাড়ি গিয়ে পুরসভার তরফে প্রচারও চালানো শুরু হচ্ছে। সৈকত জানান, ‘অনেক এলাকাতেই রাস্তার কল থেকে জল অপচয় হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : জলের অপচয় বন্ধ করতে উদ্যোগী হল হাওড়া পুরসভা। বিশেষ করে যেসব রাস্তার ট্যাপকল থেকে জল বেশি অপচয় হয় সেগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুর কর্তৃপক্ষ। এই ব্যাপারে বুধবার হাওড়ার পুরকর্তা ও আধিকারিকরা ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরির নেতৃত্বে একটি বৈঠক করেন।

আরও পড়ুন-শেষ হল কলকাতা চলচ্চিত্র উৎসব ফোনে অরূপদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সেখানেই জলের অপচয় বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা তৈরি হয়। সেই সঙ্গে যাঁদের বাড়িতে জলের সংযোগ পৌঁছয়নি তাঁদের রাস্তার কল থেকে জল নেওয়ার পর সেটি অবশ্যই বন্ধ করে দিতে বলা হচ্ছে। এই জন্য বাড়ি বাড়ি গিয়ে পুরসভার তরফে প্রচারও চালানো শুরু হচ্ছে। সৈকত জানান, ‘অনেক এলাকাতেই রাস্তার কল থেকে জল অপচয় হয়। সেগুলি বন্ধ করা হবে। এই ব্যাপারে শহরবাসীদের সচেতন করা হচ্ছে। সবাইকেই উদ্যোগ নিতে আবেদন জানানো হচ্ছে। এরই সঙ্গে বৈঠকে শহরের জল সরবরাহের পরিমাণ কীভাবে আরও বাড়ানো যেতে পারে, তাই নিয়েও আলোচনা হয়। বৈঠকে কেএমডিএর আধিকারিক ও ইঞ্জিনিয়ররা ছিলেন।

Latest article