বঙ্গ

ছটপুজোয় চারশো কর্মী নামাচ্ছে হাওড়া পুরসভা

প্রতিবেদন : হাওড়ায় ছটপুজোর (Chhath puja) মসৃণ ব্যবস্থাপনার জন্য দুটি এজেন্সিকে কাজে নামাচ্ছে পুরসভা। একটি এজেন্সির কর্মীরা গঙ্গার ঘাটে পুজো দিতে আসা মানুষের সুরক্ষার ব্যবস্থা করছেন। অনেক আগে থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছে গঙ্গাতীরে। অন্য এজেন্সির দায়িত্ব ছটপুজোর সময় গঙ্গাতীরকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখা। পুরকর্মীদের পাশাপাশি এই এজেন্সির প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাও শহরের গঙ্গার ঘাটগুলোতে বিশেষভাবে সক্রিয় থাকবেন। পাশে দাঁড়াবেন পুণ্যার্থীদের। সবমিলিয়ে মোট ৪০০ কর্মীকে শহরের গঙ্গার ঘাটগুলোতে মোতায়েন করা হবে। বুধবার এ কথা জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। সুজয়বাবুর কথায়, নিয়ম মেনে টেন্ডার ডেকে বাছাই করা হয়েছে এই এজেন্সিগুলোকে। দুর্গাপ্রতিমার বিসর্জন থেকে শুরু করে কালীপ্রতিমা, জগদ্ধাত্রী নিরঞ্জনের মতো ছটপুজোতেও কাজে লাগানো হচ্ছে এজেন্সিকর্মীদের। শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া স্টেশন ঘাট, বাঁধাঘাট-সহ হাওড়া পুর এলাকার মোট ১০টি বড় ঘাটে এবারে ছটপুজোর (Chhath puja) আয়োজন করা হচ্ছে। এছাড়া ছোট ও মাঝারি ঘাটগুলো তো রয়েছেই। পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ যেহেতু হাওড়ায় আসেন ছটপুজোর জন্য তাই শহরের গঙ্গার ঘাটগুলোতে চাপটা তুলনামূলকভাবে কিছুটা বেশিই। আগামী রবিবার ছটপুজো। তার আগে হাওড়ার প্রতিটি গঙ্গার ঘাটে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজকর্ম। ঘাটগুলি সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হচ্ছে। শিবপুর থেকে বালি পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ২১টি গঙ্গার ঘাটে ছটপুজো অনুষ্ঠিত হবে। গঙ্গার ঘাটগুলির অবস্থা ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উত্তর হাওড়ার ঘাটগুলি পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী ও পুরকমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরি। এরই সঙ্গে হাওড়া পুরসভার তরফেও ঘাটগুলি সাফাই করার কাজ চালানো হচ্ছে। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কয়েকটি ঘাট সংস্কার করা হচ্ছে। পর্যাপ্ত আলোর পাশাপাশি ঘাটগুলিতে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। প্রতিটি ঘাটে জলসাথীরাও থাকবেন। গঙ্গাবক্ষে লঞ্চ নিয়ে ঘাটগুলিতে নজরদারি চালাবে পুলিশ। রবিবার ও সোমবার সকালে কিছু রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। প্রতিটি ঘাটে মাইকিং করে পুণ্যার্থীদের সতর্ক করা হবে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাওড়ার প্রতিটি ঘাটেই সিভিক ভলান্টিয়র ও পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন- নবনীড় বৃদ্ধাশ্রমে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

6 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

31 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago