প্রতিবেদন : বিজেপি রাজ্যে পরীক্ষা কেলেঙ্কারি। মহারাষ্ট্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ফাঁস হয়ে গেল অঙ্ক পরীক্ষার প্রশ্ন। তবে শুধু অঙ্ক নয়, ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নও ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। মহারাষ্ট্রের একটি বেসরকারি কলেজ এই প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এই প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত করছে। প্রশ্ন ফাঁসের এই ঘটনায় মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের শিক্ষা দফতরের ব্যর্থতাই সামনে এল।
আরও পড়ুন-কৃষকদের ফসল তোলার পরামর্শ
বেশ কয়েকজন ছাত্রর হোয়াটসঅ্যাপ মেসেজ খতিয়ে দেখার পরেই এই প্রশ্ন ফাঁসের ঘটনাটি জানতে পারে মুম্বই পুলিশ। এ ঘটনায় আহমেদ নগরের মাতশ্রী ভাগুবাই বামবারে এগ্রিকালচার অ্যান্ড সায়েন্স কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই কলেজের অধ্যক্ষ-সহ পাঁচজন শিক্ষককে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় আহমেদ নগরের ডিভিশনাল বোর্ড জড়িত আছে।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে বেকারত্বের হাহাকার
জানা গিয়েছে, ৩ মার্চ ১১৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার ১ ঘণ্টা আগেই প্রশ্ন হাতে পেয়েছিল। পরবর্তী সময়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রশ্নও ছাত্র-ছাত্রীদের কাছে চলে আসে। ওই কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে ভাল নম্বর পায় সেজন্যই তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। প্রশ্ন ফাঁসের এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে, দাদাদের অ্যান্টোনি ডি সিলভা হাই স্কুল অ্যান্ড জুনিয়র কলেজের এক ছাত্রও পরীক্ষার আগেই নিজের মোবাইল ফোনে অঙ্কের প্রশ্নপত্র পেয়েছিল। প্রশ্ন পাওয়ার পর ওই ছাত্র সেটি আর একজনকে পাঠায়। ওই ব্যক্তির কাছ থেকে সংশ্লিষ্ট ছাত্রটি অঙ্ক পরীক্ষার সমস্ত উত্তর জেনে নিয়েছিল।