বিদায় সাইনার, শেষ আটে প্রণয়

Must read

টোকিও, ২৫ অগাস্ট : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এইচ এস প্রণয়ের (HS Pranay) স্বপ্নের দৌড় অব্যাহত। আগের ম্যাচে বিশ্বের দু’নম্বর তথা দু’বারের চ্যাম্পিয়ন কেন্তো মোমোতাকে হারিয়ে চমক দিয়েছিলেন। বৃহস্পতিবার গতবারের ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিলেন প্রণয়।

দুই ভারতীয় শাটলারের হাড্ডাহাড্ডি লড়াই গড়িয়েছিল ৭৫ মিনিট। শেষ পর্যন্ত ১৭-২১, ২১-১৬, ২১-১৭ গেমে বাজিমাত করেন প্রণয় (HS Pranay)। সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য শুরুটা করেছিলেন ইতিবাচকভাবে। প্রথম গেম জিতে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু পরের দুটো গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন প্রণয়। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জুন পেং ঝাও। চিনা শাটলারের বিশ্ব র‍্যাঙ্কিং ২৩।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: দাঁড়িয়েও দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ

এদিকে, মেয়েদের সিঙ্গলস থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। এদিন থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের কাছে ১৭-২১, ২১-১৬, ১৩-২১ গেমে হেরে যান তিনি। প্রথম গেমে হেরে গেলেও, দ্বিতীয় গেম জিতে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলেন ৩২ বছর বয়সি সাইনা। কিন্তু নির্ণায়ক তৃতীয় গেমে থাই প্রতিদ্বন্দ্বীর গতি ও ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দিতে পারেননি।

পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। শুধু তাঁরাই নন, আরেক ভারতীয় জুটি ধ্রুব কপিলা ও এম আর অর্জুনও শেষ আটের ছাড়পত্র আদায় করে নিয়েছেন। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জুটি সাত্ত্বিক ও চিরাগ এদিন ডেনমার্কের জেপে বে ও লাসে মোলহেডকে ২১-১২, ২১-১০ গেমে হারিয়েছেন। কপিলা-অর্জুন জুটি ১৮-২১, ২১-১৫, ২১-১৬ গেমে হারান সিঙ্গাপুরের লো কিন হিন ও টেরি হি জুটিকে।

Latest article