উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আগামী সপ্তাহেই, দিনক্ষণ ঘোষণা 

Must read

উচ্চমাধ্যমিকের (HS Result) ফলপ্রকাশ কবে? সেই দিনক্ষণ ঘোষণা হল। আগামী ২৪ মে বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে। ওইদিন বেলা ১২টা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হবে।বেলা সাড়ে ১২টা নাগাদ থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট (HS Result) দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পাবেন আগামী ৩১ মে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইট করে জানান, আগামী ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণার পর ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। আগামী ৩১ মে মার্কশিট দেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। চলতি বছরের ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এত কম সময়ে এই প্রথম ফল প্রকাশ করতে চলেছে সংসদ বলে জানা যাচ্ছে।
এর আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ মে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন- মোকায় তছনছ সেন্ট মার্টিন দ্বীপ

Latest article