উত্তরাখণ্ডে সরকারি স্কুলের কাছে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার

উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোরা জেলার দাবারা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে উদ্ধার হল বিপুল পরিমান জিলেটিন স্টিক।

Must read

উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোরা জেলার দাবারা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে উদ্ধার হল বিপুল পরিমান জিলেটিন স্টিক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুলের কাছে একটি ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ২০ কিলোগ্রাম। ঘটনার পরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। হরিয়ানায় প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক পাওয়ার কয়েকদিন পর, দাবারা গ্রামের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এই উদ্ধারের ঘটনা ঘটে।

আরও পড়ুন-‘সার’ নিয়ে বাউলশিল্পীদের প্রচার প্রয়োজন ছিল, মন্তব্য কার্তিকের

স্কুলের প্রিন্সিপাল সুভাষ সিং প্রথমে ঝোপের মধ্যে সন্দেহজনক প্যাকেটগুলি দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশের দুটি দল স্কুলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে। উধম সিং নগর এবং নৈনিতাল জেলা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুরও আনা হয়। ক্যানাইন ইউনিট তল্লাশি চালায় এবং যেখানে ঝোপের মধ্যে জেলটিন স্টিক দেখতে পাওয়া যায় তার প্রায় ২০ ফুট দূরে আরও কিছু প্যাকেট পাওয়া যায়।
বোমা নিষ্ক্রিয়কারী দল প্যাকেটগুলি সিল করে নিরাপদ স্থানে রাখে।

আরও পড়ুন-ভ্রাম্যমাণ দুয়ারে স্বাস্থ্য : সূচনায় মন্ত্রী স্বপন

এসএসপি দেবেন্দ্র পিঞ্চা এই বিষয়ে জানিয়েছেন “দাবারা গ্রামের একটি স্কুলের কাছের ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়কারী দলও তদন্ত করেছে। আশেপাশের এলাকাগুলিতেও তল্লাশি চালানো হয়েছে”। তিনি বলেন, জিলেটিন স্টিক সাধারণত নির্মাণ ও খনির কাজে পাথর ভাঙার জন্য ব্যবহৃত হয়। গ্রামে বিস্ফোরক আনার কারণ তদন্ত করে দেখা হবে। পুলিশ আইনের ৪(ক) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ২৮৮ ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন-লেদার কমপ্লেক্সে আগুন, হাসপাতালে গেলেন মন্ত্রী

প্রসঙ্গত, দিল্লিতে বিস্ফোরণ এবং বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের পর দেশজুড়ে নিরাপত্তা পরিকাঠামো অনেকটাই উন্নত করা হয়েছে। কিছু সন্ত্রাসী মডিউল প্রধান শহরগুলিতে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করছিল। পরিস্থিতি সামলাতে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। ৪ সদস্যের টিম তৈরী করে এই জিলেটিন উদ্ধারের ঘটনা শুধুমাত্র নির্মাণ কাজের জন্য নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে সেটার তদন্ত শুরু করা হয়েছে।

Latest article