সংবাদদাতা, নবদ্বীপ : অবিশ্রান্ত বৃষ্টির ফলে গঙ্গার ওপর গৌরাঙ্গ সেতুতে বড়সড় ফাটল ধরেছে। সেই সঙ্গে ভেঙেছে রেলিং। বুধবার সকালে ব্রিজের মাঝখানে বড় ফাটল দেখে তৎক্ষণাৎ প্রশাসনের নজরে আনেন যানচালকরা। পূর্ত আধিকারিক ও নবদ্বীপ পুলিশ বাহিনী দ্রুত এসে সেতু পরিদর্শনের পর ভারী যান-চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন। শুধু মোটরবাইক, টোটো ও ছোট যানবাহন চলার অনুমতি দেওয়া হয়। ১৯৭৯ সালে তৈরি গৌরাঙ্গ সেতু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় আছে।
আরও পড়ুন : বল্লভপুর কাগজকল খুলল
বুধবার বড়সড় ফাটল দেখার পর প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত সেতু মেরামতের উদ্যোগ নেন। মেরামতির পর সব ধরনের যানবাহন চলাচল করবে বলে জানানো হয়। যদিও সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছু সমস্যা হলেও যাত্রীরা পূর্ব দিক থেকে নানা ধরনের যানবাহন ও বাসে যাতায়াত শুরু করেন। শুধুমাত্র সেতুর মাঝ বরাবর ফাটল হওয়ায় ভারী যানবাহন সাময়িকভাবে না চললেও যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে নজর পুলিশ ও প্রশাসনের। সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছে পূর্ত দফতর।