মুম্বই, ৭ জানুয়ারি : রবিবার থেকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারত। বরোদায় প্রথম ম্যাচ। চার দিন আগেই সেখানে পৌঁছে গেলেন বিরাট কোহলি। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা। সময় নষ্ট না করে নেটে নেমে পড়তে চান বিরাট। এদিন বরোদায় পৌঁছনোর পর বিরাটকে নিয়ে ভক্তদের তুমুল উন্মাদনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন-সরলেন সঞ্চালিকা, বিতর্কও
বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর ভক্তদের ভিড়ের মধ্যে পড়ে যান কিং কোহলি। কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে গাড়িতে উঠেই হোটেলে চলে যান। এদিনই এনসিএ-র ফিট সার্টিফিকেট পেয়ে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় শিবিরে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। বিজয় হাজারে খেলেই বরোদায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রেয়স ও ঋষভ পন্থ। বরোদায় বিরাটের সুখস্মৃতি রয়েছে। শেষ বার ২০১০ সালে এখানেই ভারতের হয়ে ওয়ান ডে খেলেছিলেন। সেবারও প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তরুণ বিরাট ৬৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ২০২৭ বিশ্বকাপের মিশনে আরও একটা নতুন সিরিজে ফোকাস বিরাটের। গত দক্ষিণ আফ্রিকা সিরিজে তিন ম্যাচে দু’টি সেঞ্চুরি-সহ ৩০২ রান করেছেন তারকা ব্যাটার। এরপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে দুই ম্যাচে বিরাট করেন যথাক্রমে ১৩১ ও ৭৭। ছন্দ ধরে রাখতে চান নিউজিল্যান্ড সিরিজেও।
বুধবার সকালেই দেশে ফেরেন বিরাট। দুবাইয়ে সপরিবার ক্রিসমাস ও বর্ষবরণে মেতে উঠেছিলেন তারকা ব্যাটার। মুম্বই বিমানবন্দরে দেখা মাত্রই ভক্তরা তাঁকে ঘিরে ধরে নিজস্বীর আবদার করেন। বিরাট সকলের আবদার মেটান। পরনে ছিল কালো কার্ডিগান। যেখানে লাল রংয়ের হৃদয়চিহ্নের নকশার নিচে ‘এ’ লেখা ভক্তদের নজর কেড়ে নেয়। ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি যে, ‘এ’ আসলে স্ত্রী অনুষ্কা শর্মার নামের প্রথম অক্ষর। নেটিজেনরা মুগ্ধ।

