সংবাদদাতা, শান্তিনিকেতন : শান্তিনিকেতন আশ্রমে বসন্তোৎসব বন্ধ করে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একে একে পৌষ উৎসব ও বসন্তোৎসব দুটো বড় উৎসব বন্ধ করে দিয়ে তিনি আদতে স্থানীয় মানুষের রুজিরুটি বন্ধ করায় ইন্ধন জুগিয়েছেন। মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন রবীন্দ্রঐতিহ্য ধ্বংসকারী অমানবিক উপাচার্য। কিন্তু বসন্ত উৎসবকে ঘিরে মানুষের আবেগ যে কতখানি গভীর এবং স্বতঃস্ফূর্ত তা বোঝা যায় লাগোয়া সোনাঝুরিতে গিয়ে।
আরও পড়ুন-রাজ্য হজ কমিটির প্রাকপ্রস্তুতি বৈঠক
মানুষের যেন ঢল নামল এবার সোনাঝুরির বসন্তোৎসবে। উৎসব হল শান্তিনিকেতন আশ্রমের অনতিদূরে সোনাঝুরি হাটের মাঠে। প্রতি বছর এই দিনে বিদেশি পর্যটকদের ভিড় উপচে পড়ে শান্তিনিকেতনে। কাছেই আদিবাসী গ্রাম সোনাঝুরি। আদিবাসীরা ধামসা-মাদল নিয়ে বসন্তোৎসবে হাজির হন। সেখানে দেশি-বিদেশি পর্যটক থেকে সাধারণ মানুষ সবাই সকাল থেকে মেতে ওঠেন রঙে ও আবিরে রঙিন হতে। ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।’ গানে গানে নৃত্যের তালে সোনাঝুরি হাটের বসন্তোৎসবে মানুষের ঢল নামে। বিকিকিনির এই হাটে জোয়ার আনে বসন্তোৎসব।