সমাবেশ সফলের আহ্বান-মিছিল যেন জনসমুদ্র

২৮ অগাস্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠাদিবস। এই উপলক্ষে কলকাতায় রয়েছে বিরাট সমাবেশ। ওই সমাবেশ সফল করতে একধিক কর্মসূচি চলছে সংগঠনের

Must read

সংবাদদাতা, কোচবিহার : ২৮ অগাস্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠাদিবস। এই উপলক্ষে কলকাতায় রয়েছে বিরাট সমাবেশ। ওই সমাবেশ সফল করতে একধিক কর্মসূচি চলছে সংগঠনের। বৈঠক, পদযাত্রা, মিছিলের মাধ্যমে ছাত্র-যুবদের আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার কোচবিহারে একটি প্রস্তুতি মিছিলের পাশাপাশি রবীন্দ্রভবনে তৃণমূল ছাত্র পরিষদ এই সভার আয়োজন করে।

আরও পড়ুন-লোকসভা ভোটের প্রচারে মোদির ১৭৩ ভাষণের মধ্যে ১১০ ক্ষেত্রে মুসলিম বিদ্বেষ, হিউম্যান রাইটস ওয়াচের তথ্য

সভায় ছাত্র নেতা-সহ ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ-সহ সকলে৷ ২৮ অগাস্টের কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে৷ জেলার বিভিন্ন ব্লক থেকে ছাত্র পরিষদ সদস্য ও যুবকর্মীরা এসেছিলেন সভায়৷ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আরও বেশি দলের প্রতি দায়বদ্ধ হতে হবে ছাত্রসমাজকে৷ আরও বেশি লড়াই আন্দোলনে সংগ্রামে শামিল হতে হবে তরুণ এই প্রজন্মকে৷ ছাত্র নেতা সায়নদীপ গোস্বামী বলেন, তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠাদিবসে দলে দলে কোচবিহার থেকে কর্মীরা রওনা হবে৷ বিরোধী দলের ছাত্র সংগঠনগুলির অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন কলেজের সকলে আরও বেশি সরব হবেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা৷

Latest article