সংবাদদাতা, টাকি : ২০২২-কে বিদায় ও ২০২৩-কে স্বাগত জানাতে টাকির ইছামতী নদীর পাড়ে উৎসবে মেতে উঠেছে পর্যটকদের ঢল নামল। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীর বুকে বছরের শেষ সূর্যোদয় দেখতে ভ্রমণপিপাসু উৎসুক মানুষ দলে দলে ভিড় জমালেন। নদীবক্ষে নৌকাবিহার থেকে টাকি ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্রগুলো ঘুরে নিচ্ছেন তাঁরা।
আরও পড়ুন-বোলপুরে আজ থেকে রাজ্য হস্তশিল্প মেলা
সবচেয়ে মনোরম দৃশ্য ইছামতীর বুকে সূর্যোদয় ও সূর্যাস্ত দর্শন। বছরের শেষ দিন ভাল কাটুক, আবার নতুন বছরে করোনামুক্ত হোক দেশ, এমনটাই আশা টাকি শহরে ছুটে আসা নানা প্রান্তের পর্যটকদের। পাশাপাশি নৌকায় তিন নদীর মোহনা, গোয়ালপাতার জঙ্গল, সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন দেখে নিচ্ছেন পর্যটকেরা সোৎসাহে। সব মিলিয়ে জমজমাট পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি টাকি। তৈরি সীমান্ত শহর টাকিতে সদলবলে ভিড় করা ৮ থেকে ৮০, নানা বয়সি মানুষজন। অবাঞ্ছিত ঘটনা রুখতে প্রশাসনও সতর্ক রয়েছে।