রাজ্যে ফের বিপুল কর্মসংস্থান!

Must read

রাজ্যে (West Bengal) ফের তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। বিভিন্ন দফতরে ৬৭৩ টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দফতরে এই পদগুলি তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ফলে আগামী দিনে সরকারি চাকরি প্রত্যাশী যুবদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যেতে চলেছে। এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সমস্ত দফতরকে কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে প্রতিবেশী ওড়িশায় এ রাজ্যের শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। যা নিয়ে আগেই তৎপর হয়েছে রাজ্য সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওড়িশা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে। মঙ্গলবারে ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানে আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদের নিজের নিজের এলাকার আহত পুলিশ কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য মন্ত্রীদের তিনি নির্দেশ দেন।

আরও পড়ুন- আমি ব্যবস্থা নিলে ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে : মুখ্যমন্ত্রী

Latest article