দিঘায় জগন্নাথধাম ঘিরে বিপুল কর্মসংস্থান, সিভিক ভলান্টিয়ার নিয়োগে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে।

Must read

গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য কমপক্ষে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। এই নিয়োগের কারণে পর্যটন ছাড়া কর্মসংস্থানও হবে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো এবার বিজ্ঞপ্তি জারি করা হল।

আরও পড়ুন-জঙ্গিদের পক্ষে দাঁড়িয়ে হামলা চালিয়েছে পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে দিঘাতেও জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মন্দির উদ্বোধনের পর থেকেই সেখানে পর্যটকের সংখ্যা মারাত্মক হারে বেড়ে গিয়েছে। বিদেশ থেকেও পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। এই অবস্থায় যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা মন্দির চত্বরের যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের কাজ করবে। আবেদনকারীদের দিঘা থানা এবং দিঘা মোহনা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে।

আরও পড়ুন-চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: জানাল ভারতীয় সেনা

সিভিক ভলান্টিয়ারের চাকরির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে। তার পরে কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। রাজ্য মন্ত্রিসভা ১১৪টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সিভিক ভলান্টিয়ার নিয়োগ এবং হুগলি জেলার সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে ১২টি অতিরিক্ত প্যারামেডিকেল পদ তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে। আবেদনকারীদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে ও ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। যাঁদের এনসিসি, এনএসএস, সিভিল ডিফেন্স–সহ কম্পিউটারের দক্ষতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন-শিয়ালদহে আক্রান্ত তামিলনাড়ু পুলিশকে উদ্ধার লালবাজারের, ধরল অভিযুক্তকে

হুগলি জেলার সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে এই অনুমোদনের ফলে সাধারণ মানুষ আরও দ্রুত ও ভাল জরুরি চিকিৎসা পরিষেবা পাবেন। পরিবহণ দফতরের জন্য দু’টি নতুন আইন অফিসার পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর কোনও অপরাধমূলক রেকর্ড থাকলে তার আবেদনপত্র গ্রহণ করা হবে না। সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি থানা থেকে বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছে।

Latest article