হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল জাল নোট

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মুন্না ওই জালনোট ক্যুরিয়রের কাজ করছিল। নোটগুলি হাওড়া, কলকাতা ও আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়ার ছক ছিল।

Must read

সংবাদদাতা, হাওড়া : ৮৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হাওড়া স্টেশন থেকে। হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে হাওড়া জিআরপি। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ মুন্না। বাড়ি মালদহে। বৃহস্পতিবার মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে এসে নামে মুন্না।

আরও পড়ুন-খুন মালদহের বাবলা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আগে থেকেই হাজির ছিলেন রাজ্য পুলিশের এসটিএফ ও হাওড়া জিআরপির অফিসাররা। ট্রেন থেকে নামতেই পুলিশ মুন্নার ব্যাগে তল্লাশি চালায়। ব্যাগ থেকে উদ্ধার হয় ৮৫ হাজার টাকার জাল নোট। কোথা থেকে সেগুলি এনেছিল কিংবা কোথায় নিয়ে যাচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেনি ওই যুবক। তার কথাবার্তাতেও বিস্তর অসঙ্গতি থাকায় হাওড়া জিআরপি তাকে গ্রেফতার করে জাল নোটগুলি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মুন্না ওই জালনোট ক্যুরিয়রের কাজ করছিল। নোটগুলি হাওড়া, কলকাতা ও আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়ার ছক ছিল।

Latest article