প্রতিবেদন : সোমবার রাতে হঠাৎই ফেসবুক, হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। রাত তিনটের কিছু পর পরিষেবা স্বাভাবিক হয়। জানা গিয়েছে, রাউটারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার কারণেই পরিষেবায় বিঘ্ন ঘটে। কিন্তু এই কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের। তাঁর সম্পত্তির পরিমাণ কমেছে প্রায় ৬০০ কোটি ডলার। পাশাপাশি পরিষেবা বন্ধ থাকার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন জুকারবার্গ।
আরও পড়ুন : পদার্থবিদ্যায় এবার নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী
জুকারবার্গের সংস্থার এটা সাম্প্রতিককালের রেকর্ড পরিমাণ লোকসান। এই লোকসানের কারণে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকাতেও তিনি নিচে নামলেন।
মঙ্গলবার সকালে ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকের তালিকায় বিল গেটসের নিচে অর্থাৎ পঞ্চম স্থানে চলে গিয়েছেন জুকারবার্গ। এদিনের এই রেকর্ড ক্ষতির ফলে জুকারবার্গের সম্পত্তির পরিমাণ কমে হল ১২ কোটি ডলারের কিছু বেশি। উল্লেখ্য, ভারতে প্রায় ৪১০ মিলিয়ন ফেসবুক ইউজার রয়েছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করেন যথাক্রমে ৫৩০ মিলিয়ন ও ২১০ মিলিয়ন ভারতীয়।