প্রতিবেদন : স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে রাজ্য জুড়ে জোরদার আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের তরফে আজ রাজ্য জুড়ে ফুটবল খেলে প্রতিবাদ করা হবে। রাজ্যের প্রতিটি ব্লকে-টাউনে হবে এই প্রতিবাদ কর্মসূচি। যুব তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমিত শাহ এবং সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন হবে।
আরও পড়ুন-লক্ষ্যে কর্মসংস্থান, জোর উন্নয়নে বিনিয়োগ টানতে ঢেলে সাজছে রাজ্য
পাশাপাশি, ফুটবল খেলে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি পালন করবে যুব তৃণমূল কংগ্রেস। স্বামী বিবেকানন্দ নিয়ে সুকান্ত মজুমদারের বিরূপ মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার শহরে আসছেন তিনি। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ কলকাতার প্রতিবাদ সভায় নেতৃত্ব দেবেন। আজ বেলা ৩টে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। যা হাতিবাগান হয়ে উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি অতিক্রম করবে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন সায়নী-সহ যুব নেতৃত্ব। উত্তর কলকাতা যুব তৃণমূল সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু জানিয়েছেন, ফুটবল হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটবে ছাত্র-যুবরা। স্বামীজির ছবিও রাখা হবে। মিছিলে যুব সংগঠনের পাশাপাশি স্থানীয় তৃণমূলকে নেতৃত্ব ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিদের মিছিলে আসার আহ্বান করা হয়।
রবিবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আচমকা বলে ওঠেন, গীতাপাঠের অপেক্ষা ফুটবল খেলা ভাল যাঁরা বলছেন তাঁরা ‘বামপন্থী প্রোডাক্ট। স্বামীজির গীতাপাঠ সংক্রান্ত বাণী নিয়ে এই মন্তব্য করায় তুমুল বিতর্ক তৈরি হয়। শরীরচর্চা নিয়ে স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম’।
আরও পড়ুন-শান্তি-সৌভ্রাতৃত্বের বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
স্বামীজির বাণী নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুকান্ত মজুমদারকে তুলোধোনা করা হয় তৃণমূলের তরফে। কিন্তু এখানেই প্রতিবাদ শেষ করতে চায় না রাজ্যের শাসক দল। স্বামীজিকে পরোক্ষে অপমানের জন্য এবার তৃণমূলের যুব সংগঠন বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামছে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…