সংবাদদাতা, হাওড়া : যুব দিবস উপলক্ষে হাওড়া জেলা (সদর) যুব তৃণমূল কংগ্রেসের শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়। বৃহস্পতিবার বিকেলে হাওড়া সদর যুব তৃণমূলের উদ্যোগে সালকিয়ার পিলখানা থেকে বেলুড়মঠের সামনে পর্যন্ত বর্ণাঢ্য ওই শোভাযাত্রা হয়। মিছিলের সামনে ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা (সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরি, নন্দিতা চৌধুরি, সীতানাথ ঘোষ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র-সহ আরও অনেকে। সালকিয়ার পিলখানা থেকে শোভাযাত্রা শুরু হয়ে জিটি রোড ধরে এগোতে থাকে। শোভাযাত্রায় যুব তৃণমূল কর্মীদের সঙ্গে অগণিত সাধারণ মানুষও পা মেলান।
আরও পড়ুন-দলে পাঁক, পদ্ম ছেড়ে তৃণমূলে
পদযাত্রা যত এগোতে থাকে মানুষের সংখ্যাও তত বাড়তে থাকে। বিবেকান্দের বাণী সম্বলিত পোস্টার, ব্যানার ও কাটআউট হাতে বহু মানুষ ওই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। বেলুড়মঠের সামনে এসে শেষ হয় বিশাল ওই শোভাযাত্রা। হাওড়া জেলা (সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘সদরের সমস্ত বিধানসভা এলাকা থেকেই যুব তৃণমূলের কর্মীরা শোভাযাত্রায় শামিল হয়েছিলেন। সেইসঙ্গে সাংসদ ও সদরের সমস্ত বিধায়করা (মন্ত্রী মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফি খেলতে বাইরে রয়েছেন) উপস্থিত হয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে অগণিত মানুষ এদিনের পদযাত্রায় যোগ দিয়েছেন।’