বিপুল সাড়া সেবাশ্রয়-এর ২ শিবির, আপ্লুত নন্দীগ্রাম

এদিন সেবাশ্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন নিজে করেননি অভিষেক। তাঁর নির্দেশেই নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে কর্মসূচির সূচনা হয়।

Must read

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার লোকসভাকেন্দ্রের গণ্ডী ছাড়িয়ে সেবাশ্রয় শিবির শুরু হল নন্দীগ্রামে। বৃহস্পতিবার, প্রথমে নন্দীগ্রাম ২ ও পরে নন্দীগ্রাম ১-এ সেবাশ্রয় স্বাস্থ্যশিবির পরিদর্শন করলেন ক্যাম্পের প্রচারে ব্যানার লাগাতে চাওয়া তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রতিবছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে-পারলে আটকে দেখাক।

আরও পড়ুন-ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

এদিন সেবাশ্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন নিজে করেননি অভিষেক। তাঁর নির্দেশেই নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে কর্মসূচির সূচনা হয়। বেলা পৌনে তিনটে নাগাদ নন্দীগ্রামের (Nandigram) খোদামবাড়িতে পৌঁছে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। পরে শিবিরে আসা রোগী ও তাঁর পরিজনদের সঙ্গে কথা বলে তৃণমূল সাংসদ। নির্দেশ দেন প্রয়োজনীয় চিকিৎসার।

বুধবার প্রস্তুতি চূড়ান্ত করছিলেন রমচকের তৃণমূল কর্মীরা। নন্দীগ্রাম ২ ব্লকের এই এলাকায় ব্যানার লাগানোর কাজের সময়ই চড়াও হয় বিজেপির দুষ্কৃতীরা। প্রথমে বাধা দেওয়া হয় ব্যানার লাগাতে। মারধর করে ব্যানার ছিঁড়ে দেয় বিজেপি কর্মীরা। অভিযোগ, বিজেপি বিধায়ক অপপ্রচার করেন, সেবাশ্রয়ের ওষুধ খাবেন না, ওতে বন্ধ্যত্ব হবে। এর পাল্টা এদিন তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, বিজেপি বিধায়ককে ওষুধ খেতে হবে না। সেবাশ্রয় এসে মাথাটা দেখিয়ে যান। এখানে নিউরোর ভালো চিকিৎসক আছেন।

এর পরেই শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, এখানকার যিনি বিধায়ক তিনি কটা কেন্দ্রীয় প্রকল্প এনেছেন? অভিষেক জানান, নন্দীগ্রামের বাসিন্দারাই তাঁদের এলাকায় সেবাশ্রয় শিবির করার আর্জি জানান। সেই আবেদনে সাড়া দিয়েই নিজের সাংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বাইরে নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয়ের আয়োজন করেছেন অভিষেক। ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে শিবির।

আরও পড়ুন-সন্ন্যাসীদেরও অবজ্ঞা-অপমান! ধিক্কার বিজেপির দ্বিচারিতাকে

অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রতিবছর সেবাশ্রয় হবে নন্দীগ্রামে। পারলে আটকে দেখাক। অভিষেকের কথায়, কেন্দ্রে এতবছর বিজেপি রয়েছে। বিজেপি বিধায়ক কটা উন্নয়নমূলক প্রকল্প এনেছেন! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, নন্দীগ্রামে আমাদের সাংসদ-বিধায়ক নেই, তারপরেও আমার কাছে সেবাশ্রয় করার অনুরোধ আসে। আমি তো মানুষেকে ফেরাতে পারি না। এই নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জিতলে প্রতিটি ব্লকে সেবাশ্রয় ক্যাম্প করব।

প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও।

এদিন নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবিরের বাইরে ভিড় উপচে পড়ে। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। সবার সঙ্গে হাত মিলিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নন্দীগ্রামের মানুষ।

Latest article